পাকিস্তানে নিষিদ্ধ পাবজি

৪ জুলাই, ২০২০ ১৬:৩৩  
পাবজির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠছে। আর সেই অভিযোগে ইতিমধ্যে পাকিস্তানে নিষিদ্ধ হয়ে গিয়েছে এই অ্যাপ। পাকিস্তান টেলিকম অথরিটির তরফে বলা হয়েছে, ‘পাবজির বিরুদ্ধে পিটিএ এর কাছে অসংখ্য অভিযোগ জমা পড়েছে। এই গেম এক ধরনের আসক্তি তৈরি করে। সময়ের অপচয় করে। শুধু তাই নয় পাবজি শিশুদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থার উপরে নেতিবাচক প্রভাব ফেলে।’ পাকিস্তানে কয়েকজন পাবজি খেলোয়ার ইতিমধ্যে আত্মহত্যা করেছেন। এরপরই পাকিস্তানে এই অনলাইন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। লাহোর হাই কোর্টের নির্দেশে পাবজির বিরুদ্ধে তদন্ত চলছে। ভারতেও আত্মহ্ত্যার ঘটনা সামনে এসেছে। আর এই আত্মঘাতীদের তালিকায় কিশোরের সংখ্যা সর্বাধিক। তবে পাকিস্তানের এই নিষেধাজ্ঞা সাময়িক। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জনগণের মতামত চাওয়া হয়েছে। পিটিএ তার বিবৃতিতে জানিয়েছে, ‘অনলাইন গেম পাবজি সম্পর্কে সাধারণ মানুষের মতামত জানার সিদ্ধান্ত নিয়েছে পিটিএ। আগামী ১০ জুলাই মধ্যে এই বক্তব্য জানাতে হবে।